Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মার্চ ২০২৫

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস),সাতক্ষীরা,সাতক্ষীরা-৯৪০০

 সাতক্ষীরা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাস
সাতক্ষীরা-৯৪০০।
ফোন: ৪৭৭৭৯৫৪০০, ই-মেইল: directorsatkhira@gmail.com

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের লক্ষ্যে পারমানবিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সাধন দ্বারা আত্মনির্ভরশীলতা অর্জন। পারমানবিক প্রযুক্তিনির্ভর সেবামূলক কর্মকান্ড ও স্বাস্থ্য ক্ষেত্রে পরমাণু প্রযুক্তির প্রয়োগ প্রান্তিক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়া ইনমাস, সাতক্ষীরার অভিলক্ষ্য। পরমাণু বিজ্ঞান ও প্রযু্ক্তি ক্ষেত্রে গবেষণা পরিচালনা, গবেষণা তত্ত্বাবধান এবং কারিগরী বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও পরমাণু শক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা মূল নৈমিত্তিক কার্যাবলীর অংশ।

 

চলমান গবেষণা ও উন্নয়ন 

  • রেডিয়েশন সংশ্লিষ্ট কর্মচারিগণের রক্তের পরিবর্তন নির্ণয় (HB%, LFT, RFT) (চলমান);
  • কিডনী রোগীদের (eGFR ও DTPA) এর সংশ্লিষ্টতা (correlation) নির্ণয় (চলমান);
  • সাতক্ষীরা অঞ্চলে Bone Scan রোগীদের Pattern নির্ণয় (চলমান)।

 

প্রদত্ত সেবা 

  • গত ২০২৩-২৪ অর্থ বছরের মার্চ পর্যন্ত সর্বমোট ২১৪৬ জন রোগীকে পরমাণু সংক্রান্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। যা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে।

 

প্রদত্ত সেবার স্টেকহোল্ডার

  • ইনমাস, সাতক্ষীরা’র অধিভুক্ত পরিষেবার আপামর জনগণ ও সরকারি প্রতিষ্ঠানসমূহ।

 

অর্জন

  • প্রতিষ্ঠাকালীন বছরে পরমাণু চিকিৎসা সেবা সম্প্রসারণ।

 

যোগাযোগ/জনবল

 সাতক্ষীরা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাস
সাতক্ষীরা-৯৪০০।
ফোন: ৪৭৭৭৯৫৪০০, ই-মেইল: directorsatkhira@gmail.com

এখানে ক্লিক করুন